কক্সবাজার সদর উপজেলা কক্সবাজার জেলার প্রায় মধ্য পশ্চিমে অবস্থিত। এ উপজেলার উত্তরে চকরিয়া, পূর্ব ও দক্ষিণে রামু উপজেলা এবং পশ্চিমে বঙ্গোপসাগর ও মহেশখালী উপজেলা। আয়তন প্রায় 228.23 বর্গ কিলোমিটার। কক্সবাজার সদর উপজেলা একটি পৌরসভা সহ 10 টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ উপজেলার 19টি মৌজার 144 টি গ্রাম রয়েছে। বর্তমানে এ উপজেলার লোকসংখ্যা 4,59,082 জন। এ উপজেলার প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 2011 জন লোক বাস করে। গড়ে মাথাপিছু জমির পরিমান 0.0497 হেক্টর মাত্র।
কক্সবাজার সদর উপজেলা কৃষি জলবায়ু অঞ্চল 22,23 ও 29 এর অন্তর্গত। এ উপজেলার কৃষিজাত পণ্য ছাড়াও লবণ ও চিংড়ি উৎপাদিত হয়ে থাকে। উপজেলার খরিপ-1 ও খরিপ-2 এর চাষাবাদ পদ্ধতি বৃষ্টি নির্ভর। কক্সবাজার সদর উপজেলার প্রধান ফসল ধান। মুলত রবি ও খরিপ-2 মৌসুমে ব্যাপকভাবে ধান চাষ করা হয়। 8980 হেক্টর জমিতে আমন, 6900 হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়ে থাকে। এছাড়া রবি মৌসুমে প্রায় 1183 হেক্টর জমিতে শাকসবজির চাষ হয়। এদের মধ্যে আলু, মরিচ, বেগুন, টমেটো, বাধাকপি, ফুলকপি সহ বিভিন্ন ধরনের শীতকালীন শাকসবজির চাষ করা হয়। অত্র উপজেলায় যথেষ্ট পরিমানে নারিকেল ও সুপারির চাষ রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস